এতটুকুই কেবল জানার দরকার
... ... ...
রাজনৈতিক আলাপের মতো জটিল শব্দ ভাবতে গিয়ে,
মাঝপথে কখনো বাইক থামিয়ে সিগারেট ধরাতে নেই।
নতুন কারোও হাত ধরার জন্যে পুরাতন জনকে ভুলতে গিয়ে
মাঝবৈশাখে বেতাল গাছের মতোন শোকের মাতম তুলে,
ঝড়ের ভয়ে কাঁপতে নেই।
কবেকার ফেলে রাখা ক'টা শব্দ,
বছরের পর বছর অভ্যাসের ভুলে
এভাবে সাজাই কেনো?
আমার তো এসবের প্রয়োজন নেই।
... ... ...
আমার তো তোমার জন্মদিন মনে রাখার দরকার নেই।
আমার তো তোমার জন্য কোনো কিছু ভাবার
বা আমাকে নিয়ে তুমি কখনো ভাবো কিনা সেটা জানারও দরকার নেই।
... ... ...
তারচেয়ে বরং এসব পুরানো আলাপ বাদ দিই।
নতুন কিছুর অবসরে পুরোন স্টেশনে খামোখাই ব্যস্ততার দরকার নেই।
এরকম হয়তো হতে নেই,
তবে আমি কেবল এতটুকুই জানি
স্টেশনের বেঞ্চ ঘুনেপোকায় খেয়েছে আজ প্রায় ছ'বছর!
... ... ...
তারিখঃ ০২০২/৮০/২১
লেখাঃ রোড নং ছত্রিশ


No comments