একটা আমার তুই

... ... ... 

রাত জমলেই ভীষণ রকম একলা ভালো লাগে।

একলা আমি কালোর ভেতর
ঘুম পালিয়ে ভোর।
তোর বালিশে মুখ লুকিয়ে চুলের গন্ধে মেখে,
এক শহরেই পাঁচিল টানে
অন্য কোন শহর?

তার হাতের উপর ঘুমিয়ে থাকিস
যখন একলা লাগে?
তার দেহের ভেতর কাঁপন ধরাস
উষ্ণ যখন তুই?
আর আমার দেহ কালোয় খেলো,
নাকি ভুত তাড়াতে বর্গী এলো?
বাদ দে...
সেসব স্বপন মাঝে বন্দী ভীষণ
স্বপ্ন মাঝেই ছুঁই।

পাঁচিলটা তোর ভাঙবে দেখিস
আর আমার ভরদুপুরে ক্লান্ত অফিস,
ডেস্কে ভীষণ ফাইল জমিয়ে
দেখবি সেই মুখ ডুবিয়ে বই!
ইচ্ছে হলে দেখতে আসিস
ঠিকানা একই শুধু লেইনটা-২৫.
আমার একলা একা বোধটা জুড়ে
আজোও এক আস্ত শহর তুই।

... ... ...

তারিখ: ৮১০২/৮০/৮০
লেখা: রোড নং ছত্রিশ.

No comments

Powered by Blogger.