চোরাবালি

... ... ...

- তারপর?

হুট করেই একলা দেয়ালটাকেও বড় বিষণ্ণ লাগতে শুরু হয়ে যায়।
এই যে ভুল করে একটু আধটু করে বেঁচে থাকার ছোপ
তাতে আঙুল লাগিয়ে ছুঁতে চায় এশট্রের ছাই।

নিজের বুকপকেটে কলম রাখার আদরটুকু,
বারান্দায় শুকাতে দেয়া আধোয়া কাপড়গুলো,
সিড়িধাপে পড়ে থাকা পোড়া ফিল্টার,
ওপাড়ার মমিন ভাইদের নাগরিক সংসার,
সবই কেমন আপন আপন লাগতে শুরু হয়ে যায়।
মনে হতে থাকে যেনো এই শেষ দেখা।
... ... ...
শহর ছেড়ে চলে যাওয়ার এই যে বিষাদ এক অনুভূতি
তাতে একলা একা ফানুস যেনো পায়না কোনো আকাশ।
কেবল নিজের ছায়ার চোরাবালিতে এক ভীষণ অন্ধকার!

... ... ...

তারিখ: ৮১০২/০১/৯১.
লেখা: রোড নং ছত্রিশ.

No comments

Powered by Blogger.