কুড়েবিড়ালের সিয়াস্তা
... ... ...
একটি বিরতি দরকার।
অল্প ব্যস্ততাময় সময় যাচ্ছে ঠিকই,
তবে জানি তা সাময়িক। সময় এবং চাহিদার
ক্রমান্বয় অভিযোজন শেষে সবই ফুরাবে।
ফুরাতে হয়।
শুধু একটি বিরতি দরকার...
আজ তাই বাইরে বের হইনি।
খুব বেলা করে ঘুম থেকে উঠে ভাত খেলাম।
ভাত আর বিছানার যোগসাজশ তো বাঙালিসুলভ!
খেয়েই এখন ফের বিছানায় আমি।
একটি বিরতি দরকার, তাই বিরতি নিচ্ছি।
ঘরের সাউন্ড সিস্টেমে প্লে করে দিয়েছি
আমার প্রিয় ক্ল্যাসিকাল Beethoven.
তাঁর অমর সিম্ফনি নাইন এর 'Ode To Joy'.
ঘরজুড়ে সমস্ত পিয়ানোর সূর।
হাতে নিয়েছি ফরহাদ মজহারের কবিতা।
কুড়েবিড়ালের মত করে পা গুটিয়ে কম্বলে,
আমি খুঁজছি একটি বিরতি।
আহ! কি বেসম্ভব রকমের মূহুর্ত এসব!
বিপ্লবী ফরহাদ,
বধীর বেথোভান,
শীতশীত দূপুরে
প্রেমিকার অভিমান।
আমি চুপচাপ শুধু অনুভব করে চলেছি আমার
ক্ষুদ্র বিরতিকালটি।
হয়ত এখুনি মোবাইলে আসবে ১টি কল,
নষ্ট হয়ে যাবে আমার মূহুর্তগুলো,
তবু আমি ভালোবাসি আমার এই আমিকে।
এই অনিশ্চয়তাময় দুপুরকে।
আমার উপর বৃথা রাগবেন না।
অল্প ব্যস্ততা ঘিরে ধরলেই আমি এমন চেঁচাই,
"...আমার একটি বিরতি দরকার।"
... ... ...
লেখা: রোড নং ছত্রিশ.
তারিখ: ৮১০২/১০/৭১.


No comments