বোহেমিয়ান

... ... ... 

মি বোহেমিয়ান আমি তা জানি।

হাপিত্যেস কাকের মত স্বপ্ন কলস খুঁজি।
বিকট কোন সন্ধ্যেরা যখন দেয়ালে ছোঁড়ে আলো
ঘরের চালার বাঁশের মতন একলাটি চোখ বুজি।
আমি বোহেমিয়ান তা আমি জানি।

আমাদের হতে হয় নিঃসঙ্গ গ্রহচারী।
একটা একা বামনের মত একলা উড়ে মহালয়।
দিক থেকে বিদিক কিংবা,
মকিংবার্ডের মত এলোকেশী রমণী,
কিছুতেই যেনো হতাশা আসেনা কখনো!
এ কেমন জীবন!
এক জীবনে হতাশা না এলে পরিপূর্ণতা আসবে কেনো?
কেনোই বা পিছু ফিরবে আত্রলিতা?

এক জীবনে সবই পেলাম,
কেবল পেলাম না ভালো একটি আশার আশ্রয়।
আমি জানি আমি বোহেমিয়ান।
তো? তাতে কি এসে যায়!

... ... ...

তারিখ: ৮১০২/৩০/০৩
লেখা: রোড নং ছত্রিশ.

No comments

Powered by Blogger.