ঘরবন্দী প্রেমালাপ: বিবাহিত দৃষ্টিকোণ থেকে


... ... …

 - "কাগজের সাম্পান যদি জানালার বৃষ্টির ছাটে ভেসে যায় একবেলা,
তাতে মন খারাপ করে আমার ঘরবন্দী প্রেমিকা।
রাতজাগা আমেজটুকু নিমেষেই মুছে যায় যাক,
তবে যেটুকু উদ্দীপনা না হলে তার চোখে চোখ রাখতে গেলে আমার বুকে কাঁপেনা,
তার জন্যে আমার ভেতর আর যাইহোক, ভালোবাসাটা অসম্পূর্ণ।
.
খুব করে একদিন ছাদে ঘুরে ঘুরে ভিজবো এমন কিছু সুখি আহ্লাদে আমাদের
প্রেম হয়েছিলো ডুবো ডুবো বর্ষায়।
সেই বর্ষা ঘুরে আবার এলো, আবার গেলো, 
এই নিয়ে ৫ম বার!"

- "তাতে কি হয়েছে?"
- "হালকা সর্দি আর একটু গা-গরম!"
- "ভালোবাসার জ্বর হয়েছে?"
- "কখনো হতে পারে?

হলেও বা কি! কপাল ছুঁয়ে কই কেউতো জিজ্ঞাস করেনি,
- তোমাদের কি এককাপ রং চা বানায় দেবো?
কেউ করেনা ওমন। করতে নেই।
ওতে ভালোবাসা হয়ে যায় ভাগাভাগ।
.
চা না হোক।
তবে আমার ভাগের ভালোলাগাগুলো টিপটিপ করে জমতে থাকুক তার সিঁদুরে,
খিলান দেয়া দরজায় ভাগ বসাক সেকেলে পান্ডিত্য,
তার জন্য শেলফে আমি সুনীল রেখেছি জানেন তো?
কাকভেজা হবো এই নিয়তে - একদিন ঝাপ নামিয়ে রিকশায় ঘুরবো আমি আমাদের শহরে।
তাতে কার কপালে ক'টা ভাজ পরলো,
আর কাল সকালে ছ'টায় ঘুম ভাঙলো!
- সে চিন্তার দিলাম ছুটি;
যদি তার জন্যে একটা দিন বরাদ্দই করতে না জানলাম,
তবে আর যাইহোক, আমি প্রেমিক অসম্পূর্ণ।
.
এমন অসম্পূর্ন প্রেম আমার না হোক অন্য কারোও চাই,
এক জীবনে ভালোবেসে কত জনেরই তো হাত ছুঁয়েছি!
প্রতিবার কাউকে ছেড়ে যাবার পর, আমি আরেকবার মানুষ হয়ে যাই।
আমি হয়ে যাই আমার ভুল ভালোবাসার ডায়েরীর অবরুদ্ধ অধ্যায়,
আমি হয়ে যাই..."

... ... ...

- "থাক এসব মন খারাপি কথা,
সময় প্রায় শেষ জলদি কিছু করো নিরুপম!
খানিকবাদেই উঠে যাবে সবাই -
বৃষ্টির বারুদে মনপুরা আমি
মারো, কাটো, যা ইচ্ছা তবু
সেই প্রথমবারের মতন যতনে
আবার করো ছাই,
আমি তোমায় ওমন করেই চাই..."

- "😶"


তারিখঃ ৫২/৭০/০২০২.
লেখাঃ রোড নং ছত্রিশ.


4 comments:

  1. নিয়মিত আপনার লেখা পড়ি ভাই। ভালোই লাগে! আপনার সাথে ফেসবুক গ্রুপে পরিচয় হয়েছিলো। " আমার নোটবুক" এর কথা মনে পড়ে? আমি সেই।

    খুব ভালো লাগে ভাই আপনার লেখাগুলো😊

    আমার একটাই অনুরোধ, প্রতিদিন নতুন নতুন লেখা দিন।❤

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করবো নিয়মিত লেখা দেয়ার জন্য...আর হ্যা, চিনেছি এইম নামটা পরিচিত, তবে অনেক বছর আগের। এতদিন পরেও এসে আমাকে মনে রেখেছেন এটাই অনেক আমার জন্য।

      Delete
  2. তিথি সিরিজের পছন্দের লেখাগুলো পেলাম না। আর্কাইভ করেছেন সব? নাকি বিক্ষিপ্ত সংগ্রহ?

    ReplyDelete
    Replies
    1. আর্কাইভ করিনি কিন্তু সামহাউ টেকনিক্যাল কোনো ইস্যুতে ক্যাটাগরিতে ক্লিক দিলে সব গল্প আসছেনা। দয়া করে, সার্চ বক্সে লিখুন, "স্বচ্ছ সিরিজের" এরপর দেখবেন সব গল্প একসাথে চলে আসবে।

      এবং বিক্ষিপ্ত আকারেই আসলে সিরিজটা রানিং। কোনো সিকুয়েল নেই। সময়ের কারণে অনেকদিন কোনো নতুন গল্প দেয়া হয়নি। কিন্তু গতকাল একসাথে অনেকগুলো নতুন গল্প/কবিতা পোস্ট করেছি। পড়ার অনুরোধ রইলো।

      আন্তরিক ধন্যবাদ।

      Delete

Powered by Blogger.