কু

 ... ... ...

জানালায় নাকি চাঁদ নেই
তাতে কার বেলা কেঁটে ঘুম ভেঙেছে শুনি?
বিরাট শহরে চাঁদ আসেনা, আসে ঈশ্বর
খোঁজে মাটির পিদিম দীপাবলি।
আমি আজকাল লিখতে পারিনা বলে খবর রটেছে তোমার পাড়ায়,
চাঁদ আসে শেষরাতে যখন ক্লান্ত পৃষ্ঠায়
দুমড়াই কাব্য, ঈশ্বর তখন স্বপ্ন সাঁজায়।

বছরের পর বছর আমি একা বসে আঁকি
তানপুরা ন্যায় কিছু সংলাপ।
একদিন ঝড় হয়ে ছুঁয়ে যেয়ো তুলির ডগা
আমি মেঘ পাঠিয়ে ধুয়ে নিবো সমস্ত জমা পাপ।
নতুন শিল্পির আগমনীবার্তায় চুপচাপ বয়ে যাবে
কিছু রঙিন তুমি'র হেম,
আমি হয়ে যাই জেরুজালেম আর তুমি আমার শহরজোড়া প্রেম...
... ... ...



লেখা: রোড নং ছত্রিশ.
তারিখ: ৭১০২/৮০/৩১.

No comments

Powered by Blogger.