সম্পর্কের ঋণ


... ... ...

তবু মুখোমুখি নীরবতায় আমাদের ছোট সংসার,
আধারের মাঝে উৎপাতে ঘটে
ভুল করে কিছু চিৎকার!

'ভুলে গেছি, ভুলে গেছি' ভেবে
চেঁপে রেখে বলি, "সব ঠিকঠাক.."
আমাদের ছোট সংসারে দেখো
Mute করা সব অস্ফুটবাক।

... ... ...

তবু মুখোমুখি বসে হাসি আমরা,
বলি, "ও হ্যা, তারপর যা হলো.."
দেখো ঘড়িতে বাজে ১২টা ২২,
এইভাবে আর কত???

...তারপর,
মেসেজগুলো আর রিপ্লে পায়না
বড়জোর হয় Seen.
বছর গড়িয়ে মিথ্যা বাড়ছে,
বাড়ছে সম্পর্কটার ঋণ!

... ... ...


লেখা: রোড নং ছত্রিশ.
তারিখ: ৬১০২/৯০/৪১.

No comments

Powered by Blogger.