প্রেয়সীর ইনবক্স খুলে

 

 


... ... ...


ইনবক্স খুলে তার ১৪টি ছবি পেলাম,
আজ তবে লিখে ফেলা দরকার,
প্রেমের বদলে প্রেয়সীর চতুর্দশী কবিতা।
যে কবিতার লাইনের পরতে পরতে
দুটি ঝুমকো কানের দুল,
হুট করে উড়ে আসা কিছু লাগামছাড়া এলোকেশ।

কবিতায় চোখের ভাষা পড়া যায়,
কিন্তু প্রেয়সীর কাঁজলদেয়া চোখ না।
আলতো করে ছুঁয়ে দেয়া যায় আগ্রাসী ওষ্ঠদ্বয়,
তবে মন চাইলেই তা ছোঁবনা না!

হাতভর্তি মেহেদী আর অবাধ্য সেই
অগ্নুৎপাত ঘটানো ঠোটের নিচের তিল,
আজ প্রেয়সীর তরে তবে হয়ে যাক
কিছু যুদ্ধ ঘোষণা, শহীদ বক্তৃতা
আর আঁচলে গাঁথা সেফটিপিন.

কবিতায় তো সব লেখা যায়,
তবু অপূর্ণ থেকে যায় কিছু প্রয়াস।
অবাধ্য আঙুল পারছেনা স্ক্রিন ভেঙে ছুঁতে,
প্রেয়সীর মোমের মত গালের দুপাশ।
 
... ... ...

আজ দুপুরে ইনবক্স খুলে হয়েছে কবিতার শততম মরণ,
আজ প্রেয়সীর শাড়িপরা সাঁজে লেগেছে কবির হৃদয়ে চন্দ্রগ্রহণ।

... ... ...


লেখা: রোড নং ছত্রিশ.
তারিখ: ৭১০২/৩০/৭১.

No comments

Powered by Blogger.