আমার প্রথম ব্লগ
পুরুষ >> অতিপুরুষ >> মহাপুরুষ.
আমি এখনো মহাপুরুষ হতে পারিনি, চেষ্টায় আছি।
তবে আমি সাধারণ লেভেল পার করে এসেছি।
আমি অতিসাধারণ কিছু কাজ পারি। যেমন:
১) খুব সহজেই কারোও নাম, ঠিকানা ভুলে যেতে পারি।
২) চট করে মিথ্যা বলতে পারি।
৩) সবসময় খারাপ থাকতে পারি, সবসময় খারাপের দলে।
৪) আমি সুখী মানুষ...এরকম আরোও অনেক অতিসাধারণ গুণ আছে আমার।
...আমি একজন অতিপুরুষ।
এবং এটিই আমার প্রথম পোস্ট এই ব্লগের! 😶


No comments